Last Updated: Thursday, November 3, 2011, 17:27
ধনতেরাস শেষ। আসছে বিয়ের মরশুম। ঝলমলিয়ে ওঠা সোনার গয়নায় বুঁদ বিত্তশালীরা। আর যারা দিন রাত এক করে তৈরি করছেন সেইসব অলঙ্কার, তাদের সংসারে হাঁড়ি চড়ছেনা অভাবের তাড়নায়। কেন স্বর্ণশিল্পীদের এই হাল? বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের অভিযোগ, স্বর্ণকারদের মজুরি কমতে কমতে দৈনিক মাত্র ষাট টাকায় এসে দাঁড়ানোয় তাদের সংসার চালানো এককথায় অসম্ভব হয়ে পড়েছে।