Last Updated: Thursday, October 10, 2013, 21:58
কয়েকঘণ্টার টানাপোড়েনের যবনিকা পড়ল। খোঁজ মিলল লিবিয়ার অপহৃত প্রাইম মিনিস্টার আলি জেইদানের। স্থানীয় সময় আজ ভোরে ত্রিপোলির কোরিনথিয়া হোটেল থেকে জেইদানকে অপহরণ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। সরকারি বিবৃতিতে জানানো হয়, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয়েছে জেইদানকে। যদিও, সরকার ঘনিষ্ঠ লিবিয়া রেভোলিউশনারিজ অপারেশন রুমের তরফে জানানো হয়েছে, প্রসিকিউটর জেনারেলের নির্দেশ আটক করা হয়েছিল জেইদানকে।