Last Updated: August 26, 2012 11:49

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোয় আটক করা হল আন্না শিবিরের প্রাক্তন সদস্য অরবিন্দ কেজরিওয়ালকে। আটক করা হয় তাঁর আরও ৫ সঙ্গীকেও।
তাঁদের আটক করার সময় কেজরিওয়ালের অনুগামীদের সঙ্গে পুলিসের ব্যাপক ধস্তাধস্তি হয়। কয়লা ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বাসভবন, কংগ্রেস সভানেত্রীর বাসভবন এবং বিজেপির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। আটক করার পর ছ`জনকেই নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়। থানার সামনেও অরবিন্দ কেজরিওয়ালের কয়েকজন সহযোগী বিক্ষোভ দেখান। পরে ধৃত ছ`জনকেই ছেড়ে দেওয়া হয়।
অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর সহযোগীদের অভিযোগ কয়লা ব্লক বণ্টন দুর্নীতিতে কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছে বিজেপিও। রবিবার সকাল ১১টায় যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর অনুগামীরা।
First Published: Sunday, August 26, 2012, 11:49