Last Updated: Monday, November 19, 2012, 11:39
পুরনো স্টেজে নয়া ভাড়া ঘোষণার পর কলকাতা এবং শহরতলিতে বসে গেল প্রায় ২ হাজার বাস। গত বছর এ সময়ে চলত প্রায় ৭ হাজার বাস। কিন্তু ডিজেলের দামবৃদ্ধি
সহ আনুষঙ্গিক খরচের কারণে এ বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ২ হাজার বাস বসে যায়। গত ৩১ অক্টোবর রাজ্য সরকার নয়া ভাড়া ঘোষণা করার পর ফের রাস্তায়
নামে হাজার দেড়েক বাস। কিন্তু গত বৃহস্পতিবার পুরনো স্টেজে নয়া ভাড়া অর্থাত্ প্রতি স্টেজ অনুযায়ী এক টাকা বৃদ্ধির ঘোষণার পরই বসে গেছে প্রায় দু হাজার বাস।