Last Updated: Thursday, February 20, 2014, 22:17
মাত্র একদিন আগেই বিপাশার প্রতি নিজের ভালবাসার কথা জানিয়েছিলেন হরমন বাওয়েজা। আর একদিন পরই টুইটারে বিপাশা জানালেন, তিনিও হরমনকে ভালবাসেন।
Last Updated: Friday, January 3, 2014, 13:20
লাখো তরুণীর হৃদয় ভেঙে চুপিচুপি বিয়েটা সেরে ফেললেন বলিউডের অন্যতম মোস্ট এলিজেবল ব্যাচেলর জন আব্রাহাম। বিয়ে করলেন প্রেমিকা প্রিয়া রানচালকে। এতটাই চুপিসারে বিয়ে সারলেন এই ম্যাচো হিরো মিডিয়ার আলোটুকুও পৌঁছাতে দিলেন না নিজের বিয়ের বাসরে।
more videos >>