হ্যাঁ, হরমনকে ভালবাসি, কবুল বিপাশার

হ্যাঁ, হরমনকে ভালবাসি, কবুল বিপাশার

হ্যাঁ, হরমনকে ভালবাসি, কবুল বিপাশার মাত্র একদিন আগেই বিপাশার প্রতি নিজের ভালবাসার কথা জানিয়েছিলেন হরমন বাওয়েজা। আর একদিন পরই টুইটারে বিপাশা জানালেন, তিনিও হরমনকে ভালবাসেন।

মঙ্গলবার বিপাশাকে সাংবাদিকরা প্রশ্ন করে, আইফায় তিনি হরমনের সঙ্গে যাচ্ছেন কিনা। উত্তরে বিপাশা বলেন, ""আমি আইফায় একা যাচ্ছি। সেখানেই সুপাত্র খুঁজবো।`` এদিকে মাত্র একদিন আগেই নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন হরমন। বিপাশার কথায় তাই কিছুটা অভিমানী হয়ে পড়েন হরমন। এরপরই বিপাশা টুইটারে জানান, হরমনকে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। হরমনকে তাঁর নিজের থেকেও বেশি ভাল মানুষ বলে মনে করেন তিনি।

এর আগে জন আব্রাহামের সঙ্গে ৯ বছরের লিভ-ইন সম্পর্কে থাকার পর তিক্তভাবে ভেঙে যায় সেই সম্পর্ক। এরপরই চুপচাপ প্রেমিকা প্রিয়া রঞ্চলকে বিয়ে করেন জন। আশা করা হচ্ছে এই বছরের শেষেই হয়তো হরমনের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন বিপাশাও।


First Published: Thursday, February 20, 2014, 22:17


comments powered by Disqus