Last Updated: Thursday, August 9, 2012, 17:10
রিয়লিস্টিক চিত্রপরিচালক মধুর ভান্ডারকরের সব ছবিই কোনো না কোনোভাবে বিতর্কে জড়িত থাকে। ব্যতিক্রম হয়নি `হিরোইন`-এর ক্ষেত্রেও। নায়িকা নির্বাচন থকে ছবির পোস্টার কোনওভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না `হিরোইন`-এর। আর এবার নতুন বিভ্রাট বেঁধেছে ছবির প্রোমো নিয়ে।