Last Updated: Wednesday, December 11, 2013, 23:55
সম্পত্তির লোভেই কি খুন করা হয়েছে পাটুলিরসাতাত্তর নম্বর কেন্দুয়া মেইন রোডের বাসিন্দা শঙ্কর প্রসাদ রায়কে? প্রাথমিক তদন্তে এই সন্দেহই দৃঢ় হচ্ছে পুলিসের কাছে। বাড়ি থেকে কোনও মূল্যবান সামগ্রী খোয়া যায়নি। অথচ, সূত্র গায়েব করতে আততায়ীরা নিয়ে গেছে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন। স্ত্রী, কন্যা, নিকটাত্মীয়-কারোরই কোনও হদিশ পায়নি পুলিস।