Last Updated: Monday, February 10, 2014, 16:30
প্রতিবাদ বা রাজনৈতিক প্রচার আটকাতে কলকাতা বইমেলায় আদর্শ আচরণবিধি চালুর ভাবনা চিন্তা শুরু করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। জানিয়েছেন গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। গতকাল শেষ হয়েছে এ বছরের কলকাতা বইমেলা। তবে লোকসমাগম বা বেচা কেনায় খুশি নন গিল্ড কর্তৃপক্ষ। কারণ হিসেবে তাঁরা দায়ী করেছেন রাজনৈতিক দলের সমাবেশকেই।