Last Updated: February 10, 2014 16:30

প্রতিবাদ বা রাজনৈতিক প্রচার আটকাতে কলকাতা বইমেলায় আদর্শ আচরণবিধি চালুর ভাবনা চিন্তা শুরু করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। জানিয়েছেন গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। গতকাল শেষ হয়েছে এ বছরের কলকাতা বইমেলা। তবে লোকসমাগম বা বেচা কেনায় খুশি নন গিল্ড কর্তৃপক্ষ। কারণ হিসেবে তাঁরা দায়ী করেছেন রাজনৈতিক দলের সমাবেশকেই।
মোদী মুখোশ থেকে শুরু করে বইমেলা চত্বরে একাধিক প্রতিবাদ মিছিল। নারী নির্যাতন সংক্রান্ত বই প্রকাশ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া। এ নিয়ে বারবার বিতর্কের কেন্দ্রে চলে এসেছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবার সেই বিতর্কে ইতি টানতে আদর্শ আচরণবিধি চালুর চিন্তা শুরু করেছে গিল্ড। তার জন্য রাজ্য সরকারের অনুমতিও নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
১২দিনের বইমেলার মাঝে তিন তিনটে ব্রিগেড সমাবেশ। তার জেরে এবার বইমেলায় ভিড় তুলনামূলক ভাবে কম। কমেছে বিক্রিবাটাও। সমাপ্তি অনুষ্ঠানে মেলার উদ্যোক্তাদের কথায় হতাশা স্পষ্ট।
রবিবার শেষ হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। পরের বছর বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি। শেষ হবে আটই ফেব্রুয়ারি। ২৭ জানুয়ারি উদ্বোধন। তবে পরের বছরের থিমও এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। কলম্বিয়া, জাপান-এই দুদেশের সঙ্গেই তাঁদের কথা চলছে বলে জানিয়েছেন গিল্ড সম্পাদক।
First Published: Monday, February 10, 2014, 16:52