Last Updated: Tuesday, April 2, 2013, 12:10
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অনুরোধ সত্বেও অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী বক্সার বিজেন্দর সিংয়ের হেরোইন টেস্ট নিতে অস্বীকার করল জাতীয় ড্রাগ বিরোধী সংস্থা (নাডা)। যদিও কিছুদিন আগে নাডার ডিরেক্টর জেনেরাল মুকুল চ্যাটার্জী জানিয়েছিলেন হেরোইন পারফর্মেন্স বৃদ্ধিতে সাহায্য করে। বিজেন্দর যদি দোষী সবস্ত হন সেক্ষেত্রে তিনি শাস্তি পাবেন বলেও জানিয়েছিলেন মুকুল বাবু। কিন্তু তার পর নাডা নিজের দের এই অবস্থান থেকে সরে আসায় পুরো ব্যাপারটা নিয়েই ধোঁয়াশা তৈরী হয়েছে।