Last Updated: Sunday, September 22, 2013, 21:25
কামদুনিতে পাল্টা মঞ্চ গড়ল তৃণমূল। আজ মধ্যমগ্রামে জেলা তৃণমূল দফতরে রীতিমতো সাংবাদিক বৈঠক করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, কামদুনি প্রতিবাদী মঞ্চের পিছনে আছে সিপিআইএমের মদত। তাই পাল্টা হিসেবে শান্তি রক্ষা কমিটির পাশে থাকবে সরকার।