Rafa superstitious - Latest News on Rafa superstitious| Breaking News in Bengali on 24ghanta.com
রাফা, ইউএস ওপেন ও চৈনিক রহস্য

রাফা, ইউএস ওপেন ও চৈনিক রহস্য

Last Updated: Thursday, September 12, 2013, 20:35

রাফায়েল নাদালের ইউএস ওপেন জয়ের রহস্যটা কী? উত্তরটা বোধ হয় শতকরা ১০০জন একই দেবেন। আকাশচুম্বী প্রতিভার সঙ্গে অপরিশীম প্রতিভার মিশেল। কিন্তু নাদাল বোধহয় নিজে মোটেও সেটা মনে করেন না। তাঁর কাছে জয়ের ঠিকানা লুকিয়ে আছে একটি চাইনিজ রেঁস্তোরার ফ্রায়েড রাইসের মধ্যে। খেলোয়াড়দের মধ্যে খেলা নিয়ে বিভিন্ন কুসংস্কার সর্বজনবিদিত। নাদালও সেই লিস্টের বাইরে নন। তাঁর সংস্কারের নবতম সংস্করণ ইউএস ওপেনের প্রতিটি ম্যাচের আগে নির্দিষ্ট একটি রেঁস্তোরায় গিয়ে একই খাবার খাওয়া।