Last Updated: September 12, 2013 20:35

রাফায়েল নাদালের ইউএস ওপেন জয়ের রহস্যটা কী? উত্তরটা বোধ হয় শতকরা ১০০জন একই দেবেন। আকাশচুম্বী প্রতিভার সঙ্গে অপরিশীম প্রতিভার মিশেল। কিন্তু নাদাল বোধহয় নিজে মোটেও সেটা মনে করেন না। তাঁর কাছে জয়ের ঠিকানা লুকিয়ে আছে একটি চাইনিজ রেঁস্তোরার ফ্রায়েড রাইসের মধ্যে। খেলোয়াড়দের মধ্যে খেলা নিয়ে বিভিন্ন কুসংস্কার সর্বজনবিদিত। নাদালও সেই লিস্টের বাইরে নন। তাঁর সংস্কারের নবতম সংস্করণ ইউএস ওপেনের প্রতিটি ম্যাচের আগে নির্দিষ্ট একটি রেঁস্তোরায় গিয়ে একই খাবার খাওয়া।
একটি জনপ্রিয় মার্কিনি সংবাদপত্র অনুযায়ী ম্যানহাটনের একটি চিনা রেস্তোয়াঁয় প্রতি খেলার আগে ডিনারে ঢুঁ মারতেন নাদাল। মেনুতে থাকত একই খাবার। সি বাস, ফ্রায়েড রাইস আর নুডলস। এমনকি সোমবার ফাইনালে জোকারের মুখোমুখি হওয়ার আগেও পাল্টায়নি রাফার রুটিন।
কাপ জেতার পর প্রেমিকা জিসকা পেরেল্লো, বন্ধু ও পরিবারের সঙ্গে ওই রেঁস্তোরাতে জয় পালন করেছেন নাদাল। চ্যাম্পিয়নের সম্মানে রাত সাড়ে ১২টা অবধি দোকান খোলা রেখেছিলেন রেঁস্তোরা মালিক।
First Published: Thursday, September 12, 2013, 20:35