Last Updated: Friday, January 24, 2014, 17:35
বছরের প্রথম হাইপ্রোফাইল ম্যাচের ফলাফল হল প্রত্যাশা মতোই। সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে টানা তিন বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌছে গেলেন রাফায়েল নাদাল। শুক্রবার ৭-৬, ৬-৩, ৬-৩ সেটে ফেডকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করলেন রাফা। চূড়ান্ত ম্যাচে তাঁর প্রতিপক্ষ অষ্টম বাছাই স্ট্যান ওয়ারিঙ্কা।