Last Updated: Wednesday, June 4, 2014, 23:32
অনলাইনে ভর্তির পক্ষে সওয়াল করার মাসুল দিতে হল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। গতবারও এই কলেজে অনলাইনে ভর্তি হয়েছিল। কিন্তু এবার বেঁকে বসেন ছাত্রনেতারা। তাদের সাফ কথা, ছাত্র ভর্তি করতে হবে অফ লাইনেই। এই নিয়ে ছাত্র সংসদের সঙ্গে সংঘাত শুরু হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের। শেষ পর্যন্ত চাপ সহ্য করতে পেরে পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।