Last Updated: Monday, September 23, 2013, 14:11
রাজারহাট-গোপালপুর পুরসভা এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। অসুস্থ হয়ে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭জন। লাফিয়ে লাফিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজারহাট-গোপালপুর পুর এলাকায় ১৪, ১৫, ১৬ও ২৪ নম্বর ওয়ার্ডে মারাত্মক আকার ধারন করেছে জলবাহিত এই অসুখ। সর্বাধিক প্রভাবিত ষোলো নম্বর ওয়ার্ডের অর্জুনপুর এলাকা।