Last Updated: Thursday, June 7, 2012, 09:48
আরুষি-হেমরাজ হত্যাকাণ্ডে নূপুর তলোয়ার এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বয়ং নূপুর তলোয়ার। নূপুর তলোয়ারের সেই রিভিউ পিটিশনের আজ রায় দেবে সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। জোড়া হত্যাকাণ্ডে নূপুর তলোয়ার এবং তাঁর স্বামী রাজেশ তলোয়ারের বিরুদ্ধে খুনের অভিযোগে চার্জ গঠন করেছে সিবিআই।