Last Updated: Friday, February 7, 2014, 22:23
নজিরবিহীন অভিযোগের কালি লাগল বাংলার রাজনীতিতে। রাজ্যসভা নির্বাচনে বিধায়কদের বিরুদ্ধে কেনাবেচার অভিযোগ উঠল। অভিযোগ নিজেদের চার নম্বর প্রার্থী আহমেদ হাসান ইমরানকে জেতাতে হর্স ট্রেডিং করেছে শাসক দল। সেই প্রলোভনে পা দিল বাম, কংগ্রেস দুই বিরোধী পক্ষই।