Last Updated: Friday, February 21, 2014, 15:01
মিলখার দৌড় থামছে না। ফিল্মফেয়ারের পর এবার আইফাতেও সবথেকে বেশি নমিনেশন পেয়ে তালিকায় শীর্ষে রইল ভাগ মিলখা ভাগ। ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দশটি ক্যাটগরিতে মনোনীত হয়েছে ফারহান আখতার অভিনীত ভাগ মিলখা ভাগ। বৃহস্পতিবার ঘোষিত হয়েছে ১৫তম আইফা অ্যাওয়ার্ডসের নমিনেশন তালিকা।