নমিনেশনেই আইফার দৌড়ে এগিয়ে গেল মিলখা

নমিনেশনেই আইফার দৌড়ে এগিয়ে গেল মিলখা

নমিনেশনেই আইফার দৌড়ে এগিয়ে গেল মিলখা মিলখার দৌড় থামছে না। ফিল্মফেয়ারের পর এবার আইফাতেও সবথেকে বেশি নমিনেশন পেয়ে তালিকায় শীর্ষে রইল ভাগ মিলখা ভাগ। ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দশটি ক্যাটগরিতে মনোনীত হয়েছে ফারহান আখতার অভিনীত ভাগ মিলখা ভাগ। বৃহস্পতিবার ঘোষিত হয়েছে ১৫তম আইফা অ্যাওয়ার্ডসের নমিনেশন তালিকা।

আইফার পরেই সমানে সমানে টক্কর দিয়েছে গোলিওঁ কি রাসলীলা রাম লীলা ও আশিকি টু। দুটি ছবিই ৭টি করে নমিনেশন পেয়েছে। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পেয়েছে ৬টি নমিনেশন। এছাড়াও বিভিন্ন ক্যাটগরিতে অ্যাওয়ার্ডের জোরালো দাবিদার কৃষ থ্রি, কাই পো চে, চেন্নাই এক্সপ্রেস ও দ্য লাঞ্চবক্স।

সেরা অভিনেতার নমিনেশন পেয়েছেন

শাহরুখ খান-চেন্নাই এক্সপ্রেস
হৃতিক রোশন-কৃষ থ্রি
রনবীর কপূর-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
ফারহান আখতার-ভাগ মিলখা ভাগ
রনবীর সিং-গোলিওঁ কি রাসলীলা রাম লীলা
সুশান্ত সিং রাজপুত-কাই পো চে

সেরা অভিনেত্রীর নমিনেশন তালিকা

দীপিকা পাডুকোন-চেন্নাই এক্সপ্রেস
দীপিকা পাডুকোন-গোলিওঁ কি রাসলীলা রাম লীলা
দীপিকা পাডুকোন-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
সোনাক্ষি সিনহা-লুটেরা
শ্রদ্ধা কপূর-আশিকি টু
নিমরত কৌর-দ্য লাঞ্চবক্স

সেরা পরিচালক

সঞ্জয় লীলা বনশালি-গোলিওঁ কি রাসলীলা রাম লীলা
রাকেশ রোশন-কৃষ থ্রি
রোহিত শেঠি-চেন্নাই এক্সপ্রেস
রাকেশ ওমপ্রকাশ মেহরা-ভাগ মিলখা ভাগ
অভিষেক কপূর-কাই পো চে

সেরা ছবি

ধুম থ্রি
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
গোলিওঁ কি রাসলীলা রাম লীলা
কৃষ থ্রি
কাই পো চে
চেন্নাই এক্সপ্রেস
ভাগ মিলখা ভাগ

আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা বে তে রেমন্ড জেমস স্টেডিয়ামে বসছে আইফা ২০১৪-র আসর।





First Published: Friday, February 21, 2014, 15:01


comments powered by Disqus