Last Updated: Friday, February 17, 2012, 20:52
ঘটনার প্রায় ১২ দিন বাদেও পুলিস পার্কস্ট্রিটের ঘটনার কোনও কিনারা করতে পারেনি। কে সত্যি বলছেন, কে মিথ্যা বলছেন তা নিয়েই ধন্দে পুলিস। আর তার মাঝেই একের পর এক গাফিলতির ঘটনা ঘটেছে পুলিসের তরফে। যদিও নগরপাল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।