Last Updated: Monday, July 7, 2014, 20:29
কয়েকবছর আগে ভারতীয় ফুটবলের ডিফেন্ডার হিসেবে দেশকে গর্বিত করেছেন তিনি। আর এখন ওড়িশার কেন্দ্রপাড়া জেলার আদুলে ছোট্ট পানের দোকান চালিয়েই দিন গুজরান করেন ২৩ বছরের রষ্মিতা পাল। কিন্তু এখনও ফুটবলই তাঁর প্রথম ভালবাসা।