Last Updated: Wednesday, July 9, 2014, 12:58
আগামীকাল সাধারণ বাজেট। তার আগে আজ সংসদে পেশ হতে চলেছে আর্থিক সমীক্ষা। তৃণমূলের মহিলা সাংসদদের শ্লীলতাহানি প্রসঙ্গে আজও উত্তাল হতে পারে লোকসভা। এরইমধ্যে বিজেপি সভাপতি পদে নাম ঘোষণা করা হল মোদীঘনিষ্ঠ অমিত শাহের।