Amit Shah set to be announced as BJP president

বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে মোদী ঘনিষ্ঠ অমিত শাহ

বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে মোদী ঘনিষ্ঠ অমিত শাহবিজেপি সভাপতির অন্যতম দাবিদার হতে চলেছেন সাধারণ সম্পাদক অমিত শাহ। বিজেপি সরকারে আসার পর মোদীর মন্ত্রীসভায় বিজেপি সভাপতি রাজনাথ সিং স্বরাষ্ট্র মন্ত্রী হন। এরপর থেকেই জল্পনা শুরু হয় সভাপতি পদের দাবিদার নিয়ে। ২৫জুন বুধবার, আরএসএসের প্রবীণ নেতারা চিতোরে উচ্চপর্যায়ে বৈঠক করেন। সূত্রের খবর, আরএসএসের প্রধান মোহন ভগবত বিজেপির সভাপতির পদ নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন।

তবে বিজেপির অন্দরমহলে অন্য সুর। অমিত শাহ ছাড়াও এই পদের দাবিদার রয়েছেন হিমাচল প্রদেশের জগত‍্ প্রকাশ নাড্ডা, অন্ধ্রপ্রদেশের পি মুরালিধর রাও, রাজস্থানের বিজেপি নেতা ওম মাথুর। অনেক বিজেপি নেতারা অমিত শাহের পক্ষে সমর্থন দিচ্ছন। তাঁরা মনে করছেন, লোকসভা ভোটে বেশি সংখ্যক ভোট আনার পিছনে অমিত শাহের অবদান সব থেকে বেশি। উত্তর প্রদেশে বিজেপির বিপুল ভোটে জয়ের কারণ শুধুমাত্র মোদীর গুজরাট উন্নয়নের ইতিহাস নয়। মোদীর বারানসী সহ ৭১টি আসন এসেছে মোদীর আশির্বাদধন্য অমিত শাহর হাত ধরে। তবে ২০০৬ গুজরাটের ভুঁয়ো এনকাউন্টারকাণ্ডে অভিযুক্ত অমিত শাহকে নিয়ে জলঘোলা না করে বেশিরভাগ নেতারা বিজেপি সভাপতি পদে তাঁর প্রতি আস্থা রাখছেন।

First Published: Thursday, June 26, 2014, 12:29


comments powered by Disqus