Ravi Shankar Prasad - Latest News on Ravi Shankar Prasad| Breaking News in Bengali on 24ghanta.com
মন্ত্রিসভায় ঠাঁই হয়নি, এবার সংসদেও ঘরছাড়া আডবানী

মন্ত্রিসভায় ঠাঁই হয়নি, এবার সংসদেও ঘরছাড়া আডবানী

Last Updated: Friday, June 6, 2014, 09:32

মোদী মন্ত্রিসভায় জায়গা হয়নি তাঁর। এবার সংসদ ভবনে নিজের ঘরও হারালেন লালকৃষ্ণ আডবানী। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে পৌছে আডবানী দেখেন সরিয়ে ফেলা হয়েছে তাঁর ঘরের নেমপ্লেট। পঞ্চদশ লোকসভায় এনডিএ সভাপতি হিসেবে এই ঘরটি পেয়েছিলেন আডবানী।