Last Updated: June 6, 2014 09:32

মোদী মন্ত্রিসভায় জায়গা হয়নি তাঁর। এবার সংসদ ভবনে নিজের ঘরও হারালেন লালকৃষ্ণ আডবানী। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে পৌছে আডবানী দেখেন সরিয়ে ফেলা হয়েছে তাঁর ঘরের নেমপ্লেট। পঞ্চদশ লোকসভায় এনডিএ সভাপতি হিসেবে এই ঘরটি পেয়েছিলেন আডবানী। ঘরের বাইরে থাকত দুটি নেমপ্লেট। একটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর, অন্যটি ৮৬ বছরের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর। এ দিন দেখা যায় বাজপেয়ীর নেমপ্লেটটি থাকলেও তাঁর নামাঙ্কিত প্লেটটি সরিয়ে ফেলা হয়েছে।
এ দিন দুপুরের পর থেকে দলের ডেপুটি প্রধানের ঘরেই বসেন আডবানী। লোকসভায় দলের ডেপুটি প্রধান ছিলেন সদ্যপ্রয়াত নেতা গোপীনাথ মুন্ডে। রাজ্যসভায় দলের প্রধান রবিশঙ্কর প্রসাদও এখন মন্ত্রিসভার সদস্য। মোদী মন্ত্রিসভায় জায়গা না হওয়ার পর আশা করা হচ্ছিল হয়তো লোকসভায় স্পিকারের পদ পেতে পারেন লালকৃষ্ণ আডবানী। কিন্তু সেই পদও হাতছাড়া হয় সুমিত্রা মহাজনের কাছে। এরপর ঘর থেকে নেমপ্লেট তুলে নেওয়ায় চূড়ান্ত অপমানের শিকার হলেন তিনি।
First Published: Friday, June 6, 2014, 09:32