Last Updated: Saturday, December 28, 2013, 18:13
যৌন কর্মীর সন্তান, তাই ব্রাত্য। এমন ধারনা এখন পুরোপুরি বদলে গেছে। বরং নানাভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে এই সব শিশু-কিশোরদের যুক্ত করে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন অনেকে। শনিবার উত্তর কলকাতায় যৌন কর্মীদের সন্তানদের জন্য আয়োজন করা হয় রং-তুলির কর্মশালার। দুর্বার মহিলা সমন্বয় সমিতির এই উদ্যোগে সামিল হয়েছিলেন বিশিষ্ট চিত্রকরেরা।