Last Updated: Friday, December 14, 2012, 10:16
বেলা গড়াতেই গুজবে পরিণত হল বিদ্যার বিয়ের খবর। শোনা গিয়েছিল ভোরের আলো
ফোটার আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন বিদ্যা। তবে সেই খবর পুরোটাই ছিল ভুয়ো।
বেলা ১১টা নাগাদ মুম্বইয়ের গ্রিন মাইল বাংলোয় গাঁটছড়া বাঁধলেন বিদ্যা ও
ইউটিভি ডিজনি সিইও সিদ্ধার্থ রয় কপুর। তামিল ও পঞ্জাবি রীতে মেনে প্রায় ১
ঘণ্টা ধরে চলে বিয়ে পর্ব।