Last Updated: December 14, 2012 10:16

বেলা গড়াতেই গুজবে পরিণত হল বিদ্যার বিয়ের খবর। শোনা গিয়েছিল ভোরের আলো ফোটার আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন বিদ্যা। তবে সেই খবর পুরোটাই ছিল ভুয়ো। বেলা ১১টা নাগাদ মুম্বইয়ের গ্রিন মাইল বাংলোয় গাঁটছড়া বাঁধলেন বিদ্যা ও ইউটিভি ডিজনি সিইও সিদ্ধার্থ রয় কপুর। তামিল ও পঞ্জাবি রীতে মেনে প্রায় ১ ঘণ্টা ধরে চলে বিয়ে পর্ব।
সব্যাসাচি মুখার্জির ডিজাইনে মাদ্রাজি সিল্ক ও সোনার গয়নায় ছাদনাতলায় যান বিদ্যা। এক ঘণ্টার বিয়ের অনুষ্ঠানে তিন বার শাড়ি বদল করেন বিদ্যা। মালা বদলের সবুজ পাড়, সর্ষে হলুদ রঙের শাড়ি ও গোলাপি ব্লাউজ পরেছিলেন বিদ্যা। পরে সোনালি জরি পাড় লাল শাড়িতে বিয়ের পর প্রথম বার মিডিয়ার সামনে আসেন নবদম্পতি।
বিদ্যা, সিদ্ধার্থর পরিবার ও দুই তরফের কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন বিয়েতে। এরপর চেন্নাইতে রয়েছে গ্র্যান্ড রিসেপশন। গত ১১ তারিখ থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান পর্ব। ১১ ও ১২ তারিখ সঙ্গীত ও মেহেন্দির পর শুক্রবার মিটে গেল পরিণয় পর্বও। এরপর চেন্নাইতে রয়েছে গ্র্যান্ড রিসেপশন।
এই মাসেই ক্যারিবিয়ান ক্রুজে মধুচন্দ্রিমায় যাচ্ছেন নবদম্পতি।
বিদ্যার বিয়ের অন্যান্য খবর:
First Published: Friday, December 14, 2012, 16:45