Last Updated: Friday, December 14, 2012, 19:21
বলিউডে এযাবত্কালে ব্যবসার নিরিখে এখনও প্রথম স্থানে রয়েছে থ্রি-ইডিয়টস।
আমির-করিনার রসায়নের বাণিজ্যকে হারাতে পারেনি `টাইগার` সলমনের গর্জন। সেই
রসায়নে ভরসা করেই এবার একশো কোটির শিবিরে এবার ঢুকে পড়ল তালাস। এখনও
পর্যন্ত সারা বিশ্বে তালাসের আয় ১৩১.৭৮ কোটি টাকা।