Last Updated: December 14, 2012 19:21

বলিউডে এযাবত্কালে ব্যবসার নিরিখে এখনও প্রথম স্থানে রয়েছে থ্রি-ইডিয়টস। আমির-করিনার রসায়নের বাণিজ্যকে হারাতে পারেনি `টাইগার` সলমনের গর্জন। সেই রসায়নে ভরসা করেই এবার একশো কোটির শিবিরে এবার ঢুকে পড়ল তালাস। এখনও পর্যন্ত সারা বিশ্বে তালাসের আয় ১৩১.৭৮ কোটি টাকা।
গত ৩০ নভেম্বর মুক্তি পেয়েছে তালাস। তেরো দিনে ভারতের মাটিতে তালাসের আয় ৮৫.৩৮ কোটি টাকা। বিশ্বের বাজার থেকে তালাসের ঝুলিতে জমা পড়েছে ৪৬.৪০ কোটি টাকা। রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট ও ফারহান আখতারে যৌথ প্রযোজনায় রিমা কাগতির পরিচালনায় তালাস তৈরি হয়েছিল ৪০ কোটির বাজেটে। আমির খান, করিনা কপুর ও রানি মুখার্জি অভিনীত তালাস মুক্তি পেয়েছে মোট ২৫০০ স্ক্রিনে।
First Published: Friday, December 14, 2012, 22:40