Last Updated: Friday, September 7, 2012, 17:26
জামিন পেল রিমশা মাসিহ। শুক্রবার দীর্ঘ আড়াই ঘণ্টা শুনানি চলার পর রিমশার জামিন মঞ্জুর করে পাকিস্তানের এক আদালত। এদিন শুনানি চলাকালীন দুই পক্ষের আইনজীবীর মধ্যে ব্যাপক তর্কাতর্কি চলে। অভিযোগকারীর আইনজীবী দাবি, রিমশার আইনজীবী ঘটনার মূল তথ্য সংক্রান্ত নথি আদালতে পেশ করেননি।