Last Updated: Wednesday, February 1, 2012, 13:27
প্রেমে দাঁড়ি টেনে বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা। দীর্ঘ ন`বছরের প্রেম আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে ৩ ফেব্রুয়ারি। সঞ্জয় দত্ত থেকে শুরু করে গৌরী খান, করণ জোহর, অভিষেক বচ্চন প্রায় গোটা বলিউড জড়ো হয়েছিল তাজ ল্যান্ড এন্ডসে তাঁদের সঙ্গীত অনুষ্ঠানে।