Riya Sen - Latest News on Riya Sen| Breaking News in Bengali on 24ghanta.com
একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া

একই ছবিতে মা, মেয়ের চরিত্রে মুনমুন-রিয়া

Last Updated: Wednesday, February 26, 2014, 19:53

নীল নির্জনে ছবিতে একসঙ্গে মা, মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মুনমুন সেন ও রাইমা সেন। কিন্তু রিয়ার সঙ্গে কোনও ছবিতেই অভিনয় করেননি মুনমুন। এবারে সেই কাজটাই করলেন পরিচালক মৈনাক ভৌমিক। মৈনাকের আগামী ছূবি কলকাতা কলিং-এ মা, মেয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মুনমুন ও রিয়া।

সুচিত্রার পারলৌকিক ক্রিয়াতেও বজায় রইল আড়াল

সুচিত্রার পারলৌকিক ক্রিয়াতেও বজায় রইল আড়াল

Last Updated: Monday, January 20, 2014, 23:50

একান্তে মায়ের পারলৌকিক কাজ সারলেন মুনমুন সেন। যে মিথ, যে কৌতূহল ছিল মহানায়িকাকে ঘিরে, শেষ কাজেও সেই অপার আগ্রহ ও কৌতূহল রয়ে গেল সুচিত্রা ভক্তদের মধ্যে। শ্রাদ্ধানুষ্ঠানে একান্ত পরিচিত ছাড়া আর কারও ঢোকার অনুমতি মিলল না।