Last Updated: Tuesday, January 3, 2012, 23:34
লালগড়ের শিলাপাড়ার সিআরপি ক্যাম্পে গুলিতে নিহত হলেন ৩ জওয়ান। দুই সহকর্মীকে গুলি করে একজন আত্মঘাতী হয়েছেন বলে সিআরপিএফ সূত্রে জানা গেছে। নিহত দুই কনস্টেবল আর কুমার এবং রিয়াজ আহমেদ ভাট। তাঁদের মেরে আত্মঘাতী হয়েছেন হেড কনস্টেবল বা হাবিলদার তুলসীধরন।