সহকর্মীকে মেরে আত্মঘাতী সিআরপি জওয়ান, CRP Jawan kills himself

সহকর্মীকে মেরে আত্মঘাতী সিআরপি জওয়ান

সহকর্মীকে মেরে আত্মঘাতী সিআরপি জওয়ানলালগড়ের শিলাপাড়ার সিআরপি ক্যাম্পে গুলিতে নিহত হলেন ৩ জওয়ান। দুই সহকর্মীকে গুলি করে একজন আত্মঘাতী হয়েছেন বলে সিআরপিএফ সূত্রে জানা গেছে। নিহত দুই কনস্টেবল আর কুমার এবং রিয়াজ আহমেদ ভাট। তাঁদের মেরে আত্মঘাতী হয়েছেন হেড কনস্টেবল বা হাবিলদার তুলসীধরন। সিআরপি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ঝামেলার জেরেই এই ঘটনা। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ওয়ান এইট্টি ফোর ব্যাটেলিয়নের বি কোম্পানির এই হাবিলাদের সঙ্গে ঝামেলা বাধে দুই কনস্টেবলের। ডিউটি ভাগ করা এবং ছুটি নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন সিআরপি আধিকারিকরা। এই গুলি চালানোর ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে শিলাপাড়া ক্যাম্পে যান ঝাড়গ্রামের পুলিস সুপার। ঘটনাস্থলে গেছেন একশো চুরাশি নম্বর ব্যাটেলিয়নের সিও।





First Published: Tuesday, January 3, 2012, 23:38


comments powered by Disqus