Roberto Di Matteo - Latest News on Roberto Di Matteo| Breaking News in Bengali on 24ghanta.com
কোচ তাড়ানোর রেকর্ড গড়ে চেলসি এখন `বিলেতের মোহনবাগান`

কোচ তাড়ানোর রেকর্ড গড়ে চেলসি এখন `বিলেতের মোহনবাগান`

Last Updated: Wednesday, November 21, 2012, 18:26

চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কায় চাকরি গেল চেলসির কোচ রবার্তো দি মাতিও। আজ সকালে টুইটারে চেলসির ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দেয় মাতিওর অধীনে প্রত্যাশিত ফল আসছে না তাই তাঁকে বরখাস্ত করে নতুন কোচ আনা হচ্ছে। অথচ এই মাতিও-র হাত ধরেই গতবারই প্রথম চেলসি ইউরোপ সেরা হয়েছিল। সেই মাতিওকেই মাত্র দশ মাসের মধ্যে ছাঁটাই করা হল। আর চেলসির এই সিদ্ধান্ত কোথায় যেন মিলিয়ে দিল কলকাতা আর লন্ডনকে। আসলে ২০০৩ সালে চেলসি ক্লাব কিনে নেওয়ার পর এই ৯ বছরে আটজন কোচ বদল করলেন মালিক রোমান আব্রামোভিচ।