কোচ তাড়ানোর রেকর্ড গড়ে চেলসি এখন বিলেতের মোহনবাগান

কোচ তাড়ানোর রেকর্ড গড়ে চেলসি এখন `বিলেতের মোহনবাগান`

কোচ তাড়ানোর রেকর্ড গড়ে চেলসি এখন `বিলেতের মোহনবাগান`চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কায় চাকরি গেল চেলসির কোচ রবার্তো দি মাতিও। আজ সকালে টুইটারে চেলসির ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দেয় মাতিওর অধীনে প্রত্যাশিত ফল আসছে না তাই তাঁকে বরখাস্ত করে নতুন কোচ আনা হচ্ছে। অথচ এই মাতিও-র হাত ধরেই গতবারই প্রথম চেলসি ইউরোপ সেরা হয়েছিল। সেই মাতিওকেই মাত্র দশ মাসের মধ্যে ছাঁটাই করা হল। আর চেলসির এই সিদ্ধান্ত কোথায় যেন মিলিয়ে দিল কলকাতা আর লন্ডনকে। আসলে ২০০৩ সালে চেলসি ক্লাব কিনে নেওয়ার পর এই ৯ বছরে আটজন কোচ বদল করলেন মালিক রোমান আব্রামোভিচ।

অনেকেই বলছেন মোহনবাগান কর্তাদের মতই ঘনঘন অভ্যাসটা চেলসিরও হয়ে গেছে। তবে দু একজন মোহন সমর্থক ফেসবুকে লিখলেন আমাদের অঞ্জন, দেবাশিষরা চেলসির আব্রামোভিচ মডেলে চলছেন। কাকতালীয় হলেও ব্যাপরটা সত্যি মোহনবাগানে যেমন জহর দাস, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, প্রশান্ত ব্যানার্জিদের চাকরি আজ আছে তো কাল নেই মত হয়। তেমনই চেলসিতেও বিশ্ব ফুটবলের বাঘা বাঘা সব কোচেরা চাকরি ধরে রাখতে হিমশিম খান।

হোসে মরিনহো থেকে ভিলাস বোয়াস, গাস হিডিঙ্কের মত কোচেরা চেলসিতে এসেছেন আর চলে গেছেন। সবারই সেই এক কথা চেলসির মালিক বড় বেশি অধৈর্য আর অস্থির মানসিকতার। আব্রামোভিচ ট্রফির সাফল্যের বাইরে আর কিছুই চেনেন না। তাই চেলসির কোচ পরিবর্তনটা এখন আর ব্রেকিং নিউজ হিসাবে তোলা যায় না। সে যাই হোক একজন গেলে আর একজন আসে। তাই শোনা যাচ্ছে চেলসির দায়িত্ব পেতে এগিয়ে রয়েছেন রাফায়েল বেনিতেজ।



First Published: Wednesday, November 21, 2012, 18:26


comments powered by Disqus