Last Updated: Thursday, January 23, 2014, 09:26
`বুড়ো` ফেডেরার র্যাকেটের কাছে হার মানল অ্যান্ডি মারের তারুণ্য। মেলবোর্নে ঠিক ১২ মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেডেরার হেরেছিলেন ব্রিটেনের তরুণ মারের কাছে। কিন্তু এইবার ফেড-বার্গ এক্সপ্রেসের কাছে মাথা নত করলেন মারে-লেন্ডন কোচ শিষ্যের মহাজুটি। বুধবার রড লেভার এরেনায় ৬-৩, ৬-৪, ৬-৭, ৬-৩-এ স্কট তরুণ তুর্কী পরাজিত হলেন সুইস মহারথীর কাছে। অসি ওপেনের সেমিফাইনাল এবার আরও এক মহাযুদ্ধের সামনে। পুরুষ বিভাগে শেষ চারের লড়াইয়ে ফের মুখোমুখি দুই কিংবন্তী, রজার ফেডেরার এবং রায়ায়েল নাদাল।