Last Updated: Thursday, May 31, 2012, 21:27
ফের অঘটন রোলাঁ গারোয়! সেরেনার পর এবার ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় ভেনাসের। মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় বাছাই অ্যাগনেয়াস্কা রাদওয়ানস্কার কাছে স্ট্রেট সেটে হেরে যান ভেনাস। খেলার ফল ৬-২,৬-৩। মঙ্গলবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বোন সেরেনাও।