ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শেষ উইলিয়ামস বোনেদের

ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শেষ উইলিয়ামস বোনেদের

ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শেষ উইলিয়ামস বোনেদেরফের অঘটন রোলাঁ গারোয়! সেরেনার পর এবার ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় ভেনাসের। মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় বাছাই অ্যাগনেয়াস্কা রাদওয়ানস্কার কাছে স্ট্রেট সেটে হেরে যান ভেনাস। খেলার ফল ৬-২,৬-৩। মঙ্গলবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বোন সেরেনাও। ভেনাস হেরে গেলও মহিলাদের সিঙ্গলসে প্রত্যাশিত ভাবেই তৃতীয় রাউন্ডে পৌঁছছেন সপ্তম বাছাই না লি(৬-০,৬-২), নবম বাছাই ক্যারোলিন ওজনিয়াকি(৬-১,৬-৪), চতুর্থ বাছাই পেত্রা কিভিতোভা(৬-১,৬-৩) ও চতুর্দশ বাছাই ফ্রান্সেস্কা শিয়াভোন।

পুরুষদের সিঙ্গলসে ইস্তোমিনকে অবলীলায় (৬-২,৬-২,৬-০) হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেইবেথানি মাটেককে হেরে বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। খেলার ফল(৩-৬,৬-৪,৫-৭)।








First Published: Thursday, May 31, 2012, 21:29


comments powered by Disqus