Saeed Ajaml - Latest News on Saeed Ajaml| Breaking News in Bengali on 24ghanta.com
মোহালিতে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ গড়াপেটা ছিল! জড়িত আজমল

মোহালিতে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ গড়াপেটা ছিল! জড়িত আজমল

Last Updated: Sunday, November 11, 2012, 20:25

মোহালিতে গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে গড়াপেটা হয়েছিল! এমনই গুরুতর অভিযোগ তুলল এক ব্রিটিশ সাংবাদিক। সেই ব্রিটিশ সাংবাদিকের দাবি তাঁর কাছে উপযুক্ত প্রমাণও আছে যা তিনি সময় হলে প্রকাশ করবেন। এই গুরুতর অভিযোগ ওঠার পর গোটা ক্রিকেটবিশ্ব তোলপাড়। বিসিসিআই কর্তারা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পাক ক্রিকেট বোর্ডের একই রকম প্রতিক্রিয়া। তবু ঝড় উঠছেই‍।