Last Updated: November 11, 2012 20:25

মোহালিতে গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে গড়াপেটা হয়েছিল! এমনই গুরুতর অভিযোগ তুলল এক ব্রিটিশ সাংবাদিক। সেই ব্রিটিশ সাংবাদিকের দাবি তাঁর কাছে উপযুক্ত প্রমাণও আছে যা তিনি সময় হলে প্রকাশ করবেন। এই গুরুতর অভিযোগ ওঠার পর গোটা ক্রিকেটবিশ্ব তোলপাড়। বিসিসিআই কর্তারা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পাক ক্রিকেট বোর্ডের একই রকম প্রতিক্রিয়া। তবু ঝড় উঠছেই।
গড়াপেটার অভিযোগে আবার বেকায়দায় পাকিস্তান। বাট-আসিফদের গড়াপেটা বিতর্কের ঝড় মিটতে না মিটতেই আবার গড়াপেটার অভিযোগ পাক ক্রিকেটে। জনৈক ব্রিটিশ সাংবাদিকের দাবি,মোহালিতে গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে গড়াপেটা হয়েছিল, যাতে জড়িতে পাক স্পিনার সৈয়দ আজমল।অভিযোগকেউড়িয়ে দিয়েছেন আজমল। তাঁর পাল্টা দাবি,এইসব অভিযোগ তুলে পাকিস্তানের ভারত সফরে সমস্যা তৈরি করতে চাইছেন একদল নিন্দুক। এই অভিযোগের কোনও ভিত্তি নেই।
First Published: Sunday, November 11, 2012, 20:25