Last Updated: Saturday, March 1, 2014, 15:12
কল্পনা এবার বাস্তবের রূপ পেল। বছর দশেক আগে মুক্তিপ্রাপ্ত "স্বদেশ`-এ শাহরুখ খান অভিনীত চরিত্র মোহন ভার্গবের স্বপ্নের প্রকল্প এবার সত্যি করল নাসা। পৃথিবীর বৃষ্টি আর তুষারপাতের সম্পর্কে বিস্তারিত হদিশ পেতে মহাকাশে পাড়ি দিল গ্লোবাল প্রেসিপিটেশন মেজারমেন্ট কোর অবজারভেটারি। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগেই নাসার এই প্রকল্প।