Sajjad Mughal - Latest News on Sajjad Mughal| Breaking News in Bengali on 24ghanta.com
পল্লবী পুরকায়স্থ হত্যা, বহুতলের নিরাপত্তারক্ষীকে দোষী ঘোষণা করল আদালত

পল্লবী পুরকায়স্থ হত্যা, বহুতলের নিরাপত্তারক্ষীকে দোষী ঘোষণা করল আদালত

Last Updated: Monday, June 30, 2014, 16:56

মুম্বইয়ের আইনজীবী পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় বহুতলের নিরাপত্তারক্ষীকেই দোষী সব্যস্ত করল মুম্বইয়ের একটি দায়রা আদালত। অভিযুক্ত সাজ্জাদ মুঘল বিনা অনুমতিতে প্রবেশ, ধর্ষণের চেষ্টা ও খুন, তিনটি ক্ষেত্রেই দোষী সব্যস্ত হয়েছে।