Salt Lake AMRI - Latest News on Salt Lake AMRI| Breaking News in Bengali on 24ghanta.com
স্থানান্তরিত করা হল আহতদের

স্থানান্তরিত করা হল আহতদের

Last Updated: Friday, December 9, 2011, 14:24

ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উদ্ধার করে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আইসিইউ, এবং আইটিইউকে বিদ্যুত্হীন করে দেওয়া হয়েছে। বিকল হয়ে পড়েছে মনিটরিং মেশিনও। সল্টলেক এএমআরআইতে পাঠানো হয়েছে ১২ জনকে।