স্থানান্তরিত করা হল আহতদের, Injured shifted

স্থানান্তরিত করা হল আহতদের

স্থানান্তরিত করা হল আহতদেরঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উদ্ধার করে অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আইসিইউ, এবং আইটিইউকে বিদ্যুত্হীন করে দেওয়া হয়েছে। বিকল হয়ে পড়েছে মনিটরিং মেশিনও। সল্টলেক এএমআরআইতে পাঠানো হয়েছে ১২ জনকে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নার্স। মুকুন্দপুর আমরিতে পাঠানো হয়েছে ৩৩ জনকে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছে পার্কসার্কাস মার্সি হাসপাতাল। অ্যাম্বুলেন্স পাঠিয়েছে তারা। এসএসকেএমে ১৭ জনের দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে। এসএসকেএম-এর মর্গের সামনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। 





First Published: Friday, December 9, 2011, 14:53


comments powered by Disqus