Last Updated: Thursday, March 14, 2013, 12:08
বৃহস্পতিবার বাজারে আসতে চলেছে বহু প্রতিক্ষীত স্যামসং গ্যালাক্সি এস ফোর। সংস্থার টুইটার অ্যাকাউন্টে এই নতুন মডেলের ছায়া-ছবি পোস্ট করে স্যামসং মোবাইল ইউএস টুইট করেছে, "পরবর্তী `বিগ থিং`-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মার্চ ১৬-এ `গ্লোবাল আনপ্যাক ইভেন্ট`এর জন্য কে কে প্রস্তুত?" সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে ছবি পোস্ট করা হয়েছে তার থেকে আন্দাজ করা যায় আকারে একটু বড় হলেও স্যামসং গ্যালাক্সি থ্রি মডেলের সঙ্গে সাদৃশ প্রচুর।