Last Updated: Monday, May 19, 2014, 10:30
কঠিন পরীক্ষায় বারবার সেলিব্রিটিদের দাঁড় করিয়ে বাজিমাত করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কিন্তু সব সময় যে ক্যারিশমাই শেষ কথা নয়, তা পরিষ্কার হয়ে গেল ঘাটাল লোকসভার ভোটের ফলে। বরাবরই বামেদের ঘাঁটি বলে পরিচিত ঘাটাল। সেখানে কেল্লাফতে করতে আচমকাই টলিউডের হার্টথ্রব দেবকে বেছে নেন তৃণমূল নেত্রী। অনেকেই ভেবেছিলেন দল নয়, নিজস্ব ক্যারিশমাকেই ব্যবহার করে সংসদে পৌছে যাবেন দেব। ব্যাপক ব্যবধানে জিতলেন দেব। কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন, সংগঠনই শেষ কথা।